অম্ল, ক্ষারক ও লবণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর?

অম্ল, ক্ষারক ও লবণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর?

অম্ল, ক্ষারক ও লবণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর একনজরে পড়ে নিনঃ

১. লেবুতে কোন ধরনের এসিড থাকে?
উত্তর: লেবুতে সাইট্রিক এসিড (C6H8O7) থাকে।

২. আনারসে কোন এসিড থাকে?
উত্তর: আনারসে ম্যালিক এসিড থাকে।

৩. অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি?
উত্তর: অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হলো: NH4NO3

৪. সোনার গহনা তৈরির সময় স্বর্ণকারেরা কোন এসিড ব্যবহার করেন?
উত্তর: নাইট্রিক এসিড (HNO3)।

৫. অক্সালিক এসিড এর সংকেত কি?
উত্তর: অক্সালিক এসিড এর সংকেত হলো: HOOC-COOH.

৬. এসিটিক এসিডের সংকেত কি?
উত্তর: এসিটিক এসিডের সংকেত হলো: CH3COOH

৭. মানুষের পাকস্থলীতে কোন এসিড থাকে?
উত্তর: মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড(HCl) থাকে।

৮. আমলকীতে কোন এসিড থাকে?
উত্তর: আমলকীতে এসকরবিক এসিড থাকে।

৯. লবণ কোন ধরনের পদার্থ?
উত্তর: লবণ নিরপেক্ষ পদার্থ।

১০. কমলা ফলে কোন ধরনের এসিড রয়েছে?
উত্তর: সাইট্রিক এসিড।

১১. সাবান তৈরির মূল উপাদান কি?
উত্তর: NaOH.

১২. ভিনেগারের রাসায়নিক নাম কি?
উত্তর: এসিটিক এসিড।

১৩. আপেল ফলে কোন ধরনের এসিড রয়েছে?
উত্তর: ম্যালিক এসিড।

১৪. ভিনেগারের সংকেত লিখ/কি?
উত্তর: CH3 COOH.

১৫. কুইক লাইমের সংকেত কোনটি/কি?
উত্তর: Ca(OH)2.



১৬. সার কারখানায় অতি প্রয়োজনীয় এসিড কোনটি?
উত্তর: H2SO4.

১৭. চুনাপাথরের সংকেত কি/কোনটি?
উত্তর: CaCO3.

১৮. তেঁতুলে কোন এসিড থাকে?
উত্তর: টারটারিক এসিড।

১৯. সাবান তৈরির মূল উপাদান কোনটি?
উত্তর: ক্ষারক।

২০. টমেটোতে কোন এসিড থাকে?
উত্তর: অক্সালিক এসিড।

২১. খাবার সোডার মধ্যে লেবুর রস যোগ করলে কোনটি উৎপন্ন হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

২২. মিথেনের সংকেত কি?
উত্তর: CH4.

২৩. আঙুর ফলে কোন এসিড থাকে?
উত্তর: সাইট্রিক এসিড।

২৪. প্রশমন বিক্রিয়ায় উৎপাদিত দ্রব্য কোনটি?
উত্তর: লবন ও পানি।

২৫. বেকিং পাউডার এর সংকেত কি?
উত্তর: NaHCO3.

২৬. সাইট্রিক এসিডের সংকেত কি?
উত্তর: C6H8O7.

২৭. ‘চা’ এ কোন এসিড থাকে?
উত্তর: ট্যানিক এসিড।

২৮. নাইট্রিক এসিডের একটি অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বিদ্যমান?
উত্তর: ১।

২৯. এসিডের স্বাদ কেমন?
উত্তর: টক।

৩০. আমাদের খাদ্যের মধ্যকার এসিডগুলো কি নামে পরিচিত?
উত্তর: জৈব এসিড।



৩১. পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য অত্যাবশ্যকীয় এসিড কোনটি?
উত্তর: HCl.

৩২. অম্লীয় দ্রবণে নীল লিটমাস কাগজের বর্ণ কি রকম হয়?
উত্তর: লাল।

৩৩. দইয়ে কোন এসিড থাকে?
উত্তর: ল্যাকটিক এসিড।

৩৪. অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি?
উত্তর: (NH4)2SO4

৩৫. কাপড় কাচার সোডার অণুতে কয় অণু পানি থাকে?
উত্তর: ১০।

৩৬. সালফিউরিক এসিডের একটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে?
উত্তর: ২টি।

৩৭. Dove সাবানের মূল উপাদান কি?
উত্তর: KOH.

৩৮. আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর: CO2.

৩৯. অ্যাসিটিক এসিডের রাসায়নিক সংকেত কি?
উত্তর: CH3 COOH.

৪০. অ্যাসিটিক এসিডে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টি?
উত্তর: ১টি


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link