বরগুনা জেলা কিসের জন্য বিখ্যাত?

বরগুনা জেলা কিসের জন্য বিখ্যাত?

বরগুনা জেলা নারিকেল. সুপারি ও মাছের জন্য বরগুনা জেলা বিখ্যাত। তাছাড়া বরগুনা জেলাতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অংশ রয়েছে। 

বরগুনা জেলার কিছু বিখ্যাত খাবর হলো; তালের মোরব্বা, মাছ, মিষ্টি, চুইয়া পিঠা,আল্লান, মুইট্টা পিঠা।

বরগুনা জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত
  2. বিবিচিনি শাহী মসজিদ
  3. হারিণঘাটা
  4. সোনারচর
  5. বিহঙ্গ দ্বীপ/ধানসিড় চর
  6. তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমী
  7. লালদিয়ার বন ও সমুদ্র সৈকত
  8. এবাদুল্লাহ মসজিদ
  9. ফাতরার বন
  10. সোনাকাটা সমুদ্র সৈকত

বরগুনা জেলাটি বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত একটি অঞ্চল, এটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এ জেলাটির আয়তন প্রায় ১৯৩৯.৩৯ বর্গ কিমি। বরগুনা জেলার পশ্চিমে রয়েছে পিরোজপুর ও বাগেরহাট, পূর্বে রয়েছে পটুয়াখালী, দক্ষিণে রয়েছে পটুয়াখালী ও বৃহত্তম বঙ্গোপসার এবং উত্তরে অবস্থিত ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী।

মোট ৬টি উপজেলা নিয়ে বরগুনা জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

x
Share via
Copy link